বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে বিএনপি: ভিডিও বার্তায় যুবনেতা

তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে বিএনপি: ভিডিও বার্তায় যুবনেতা

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে আয়োজিত একটি তাফসির মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। আগামী ১৭ তারিখ আড়িয়া বাজার স্কুল মাঠে মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত তাফসির মাহফিলের আয়োজন করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, আড়িয়া ইউনিয়ন যুব বিভাগ। মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে যুব বিভাগের সভাপতি একটি ভিডিও বার্তায় জানান, বিএনপির পক্ষ থেকে অভিযোগ দেওয়ার কারণে প্রশাসন তাফসির মাহফিলটি বন্ধ করে দেয়। 
তিনি দাবি করেন, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে।

এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা দ্রুত এ ধরনের বাধার সুষ্ঠু তদন্ত ও ধর্মীয় অনুষ্ঠানে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে প্রশাসন বা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আরআই
add